প্রশ্ন:- যবাই করতে গিয়ে কারো সহযোগীতা নিলে তাকেও কি বিসমিল্লাহ বলতে হবে?

উত্তর :- অনেক ক্ষেত্রে জবাইকারী জবাই করতে গিয়ে সমস্যায় পড়লে কসাই বা অন্য কেউ এসে ছুরি ধরে এবং বাকি জবাই পূর্ণ করে। কিন্তু এ ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তিকে বিসমিল্লাহ বলতে শােনা যায় না।

যদি প্রথম ব্যক্তির জবাই সম্পন্ন না হয় (অর্থাৎ দুই শাহরগ, শ্বাস নালী ও খাদ্যনালী-এ চারটির কমপক্ষে তিনটি কাটা না হয় ) তাহলে দ্বিতীয় জনকে অবশ্যই বিসমিল্লাহ বলতে হবে। অন্যথায় জবাই অশুদ্ধ হয়ে যাবে। ওই পশুর গােস্ত খাওয়া হালাল হবে না।

 

-রদ্দুল মুহতার ৬/৩৩৪

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *