উত্তর :- বুঝমান না-বালেগ যদি সঠিক পন্থায় পশু যবাই করে তাহলে তা সহীহ হবে। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, বালেগ-না-বালেগ, পুরুষ-মহিলা যে-ই (পশু) যবাই করুক তা খাও।
-মুসান্নাফে আবদুর রাযযাক,হাদীস: ৮৫৫২
জাহিদ রাহ. বলেন, না-বালেগের জবাইয়ে কোনো সমস্যা নেই।
মুসান্নাফে আবদুর রাযযাক, হাদীস ৮৫৫৪
তবে জবাই যেন সঠিকভাবে হয় তাই বালেগ সক্ষম ব্যক্তিরই জবাই করা উচিত।
-কিতাবুল আছল ৫/৪০০; ফাতাওয়া হিন্দিয়া ৫/২৮৫; ফাতাওয়া তাতারখানিয়া ১৭/৩৯০; আদ্দুররুল মুখতার ৬/২৯৭
Leave Your Comments