প্রশ্ন:-আমার আব্বার বদলী হজ করার জন্য আমরা যাকে নির্ধারণ করেছি,তিনি পুর্বে কখনো হজ করেন নি। একলোক বললো এমন ব্যাক্তিকে দিয়ে বদলি হজ করলে তা সহীহ হয় না। ঐ লোক কি ঠিক বলেছে?

উত্তর:-বদলী হজ করানোর ক্ষেত্রে এমন ব্যক্তিকে নির্বাচন করাই উত্তম যিনি পূর্বে হজ করেছেন। 

সুতরাং প্রশ্নেবর্ণিত ব্যক্তির মাধ্যমে বদলী হজ করানো অনুত্তম হলেও সহীহ হবে। আপনার এলাকার লোকের কথা সঠিক নয়। 

– আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু ১/৪৬৯,ফাতওয়ায়ে উসমানী ২/২১৪,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *