প্রশ্ন:-কোন মহিলা যদি স্বামীর অনুমতি ব্যতীত হজ করতে যায় তাহলে তার হজের বিধান কি হবে?

উত্তর:-মা বোনদের যে কোন কাজ স্বামীর অনুমতি সাপেক্ষে করাই অধিকতর সতর্কতা। তবে ফরজ কোন বিধান পালনে স্বামী বাধা হয়ে দাঁড়ালে সেক্ষেত্রে তার অনুমতি না নিলেও অসুবিধা নাই । 

সুতরাং প্রশ্নেবর্ণিত মহিলার উপর হজ ফরজ হওয়ার পরও যদি স্বামী আদায় করতে সহযোগিতা না করে তাহলে অনুমতি ব্যতীতই হজ করতে পারবে। বাকী এক্ষেত্রে অবশ্যই সাথে কোন মাহরাম থাকতে হবে। 

– বোখারী শরীফ ১/৪১৫,রদ্দুল মুহতার ২/৪৬৫,কিফায়াতুল মুফতী ৬/৪৩৮

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *