উত্তর:-নেসাব পরিমাণ মালের মালিকের নিকট নগদ অর্থ বা বিক্রি করে নগদ অর্থ অর্জন করা যায় এমন প্রয়োজনাতিরিক্তি সামানা না থাকলে তার উপর কোরবানী ওয়াজিব হয় না।
সুতরাং প্রশ্নোক্ত ব্যক্তির প্রয়োজনাতিরিক্ত সামানা থাকলে তা বিক্রি করে কোরবানী করবে। অন্যথায় তার উপর কোরবানী ওয়াজিব হবে না।
-ফাতওয়ায়ে হিন্দিয়া ৫/৩৩৭,ফাতওয়ায়ে বাজ্জাযিয়া ২/৪০৬,ইমদাদুল ফাতওয়া ৩/৫৫৩
Leave Your Comments