উত্তর :- শরীয়তের নীতিমালা অনুযায়ী কোন ব্যক্তি তার প্রয়োজনের অতিরিক্ত টাকা হজের নিসাব পরিমাণ হলে তার উপর হজ ফরজ হয়।
তাই উক্ত ব্যক্তির উপর হজ ফরয নয়। কেননা উক্ত টাকা তার পরিবারের ভরণ পোষণের অতিরিক্ত নয়।
ফাতাওয়া হিন্দিয়া – ১/২৮১; বাদায়েউস সানায়ে’ – ৩/৪৫; আপকে মাসায়েল আওর উনকা হল – ৫/২৩৩।
Leave Your Comments