প্রশ্ন:-সাফা-মারওয়া সাঈ করার সময় অর্থাৎ ৭ চক্কর দেয়ার সময় যদি মাঝখানে ৫/১০ বিশ্রাম নেয় তাহলে কি তার সাঈ আদায় হবে ? না হলে এক্ষেত্রে করণীয় কী?

উত্তর:- হজের ওয়াজিব সমুহ আদায়কালীন প্রয়োজনে সামান্য বিশ্রাম নেয়া যেতে পারে। এতে কোন অসুবিধা নেই। 

সুতরাং প্রশ্নেবর্ণিত সুরতে সাঈর মাঝখানে ৫/১০ মিনিট বিশ্রাম নিলে সাঈ আদায় হয়ে যাবে।  

– আল ফিকহুল হানাফী ফি সাউবিহীল জাদীদ ১/৪৮৪,আদ্দুররুল মুখতার ২/৫০০,আল ফিকহুল ইসলামি ওয়া আদিল্লাতুহু ৩/২১৯

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *