প্রশ্ন:- আমার ব্যবসায়ীক প্রয়োজনে চট্রগ্রাম থেকে জেদ্দা যাওয়া প্রয়োজন। সময় স্বল্পতার কারণে এবার মক্কায় যাওয়ার ইচ্ছা নেই। আমার জন্য কি ইহরামবিহীন জেদ্দায় যাওয়া জায়েয হবে ?

উত্তর:-হজ ও ওমরা ব্যতীত অন্য কোন প্রয়োজনে মীকাত অতিক্রম করার জন্য ইহরাম বাঁধা আবশ্যক নয়। 

সুতরাং প্রশ্নেবর্ণিত ব্যবসার উদ্দেশ্যে গমনকারী ব্যক্তির জন্য এহরাম বিহীন জেদ্দায় প্রবেশ জায়েয হবে। 

– মাজমায়ুল আনহুর ১/৪৪৮,আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহু ১/৪১০,ফাতওয়ায়ে রহিমিয়া ৮/৭৫

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *