প্রশ্ন :- আমার নিকট প্রয়োজনের অতিরিক্ত জমি আছে। যাতে আমি চাষাবাদ বা অন্যকোন কাজ করি না। জানার বিষয় হলো তাহলে কি আমার উপর হজ ওয়াজিব?

উত্তর :- ইসলামি শরীয়তে মূলনীতি অনুযায়ী হজের সফর  ও সফরকালীন সময়ে পারিবারিক খরচ বহন করার মত আর্থিক সচ্ছলতা থাকলে হজ ফরজ হবে।

তাই আপনার প্রয়োজনের অতিরিক্ত জমি বিক্রি করে আপনি হজের সফর ও সফরকালীন সময়ে পারিবারিক খরচ আদায়ে সক্ষম হন। তাহলে আপনার উপর হজ ফরজ হবে।

 

ফাতাওয়া হিন্দিয়া – ১/২১৮; আল ফিকহুল হানাফি – ১/৪৫১; আহসানুল ফাতাওয়া – ৪/৫৩২।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *