উত্তর :- কুরবানির চামড়ার বিধান তার গোশতের মতই। বিক্রির আগ পর্যন্ত নিজেও খেতে পারবে বা অন্যকেউ দিতে পারবে। তবে বিক্রি করলে তা গরীবদের মাঝে সদকা করে দিতে হবে।
তাই কুরবানির চামড়ার মূল্য সামাজিক উন্নয়নমূলক কাজে বা মসজিদে দেয়া যাবে না।
ফাতাওয়া হিন্দিয়া – ৫/৩৭২; রদ্দুল মুহতার – ৬/৩৪৪; আহসানুল ফাতাওয়া – ৭/৫৩১।
Leave Your Comments