উত্তর :- হজ আমৃত্য ফরজ যদি কোন কারণবশত নিজে হজ করতে না পারে।তাহলে তার জন্য অসিয়ত করে যাওয়া জরুরী।
তাই প্রশ্নোক্ত ব্যক্তি হজ করতে না পারলে অসিয়ত করে যাবে। আর সুযোগ হলে হজ করে নিবে।
তবে বদলী হজ করারও সুযোগ আছে।
আল মুহিতুল বুরহানি – ৩/৩৯১; আল ফিকহুল হানাফি – ১/৪৫৩; তানবিরুল আবসার – ২/৫৯৭।
Leave Your Comments