প্রশ্ন :- আমি একদিন মোবাইল ফোনে আমার স্ত্রীর সাথে ভীষণ ঝগড়া করার এক পর্যায়ে অত্যন্ত রাগের মাথায় ১,২,৩ তালাক বলে ফেলেছি। ঝগড়া করার সময় আমার মাথা ঠিক ছিল না। কিছু সময় পর আমি আবার স্বাভাবিক হই। তখন আমি বুঝতে পারি আমি বড় ভুল করে ফেলেছি। আমি আমার ভুল বুঝতে পেরে প্রতিদিন আল্লাহ তায়ালার দরবারে তাওবা করছি। আমার তিন বছরের একটি মেয়ে আছে। আমি এখন বড় অসহায় । আমার জানা ছিলো না তালাক শব্দটা আমার জীবনে এত বড় মুসিবত হয়ে আমার মেয়ে এবং আমার ও আমার স্ত্রীর জীবনে কাল হয়ে আমার জীবনটা ধ্বংস করে দিবে। এখন আমার জানার বিষয় হলো, শরীয়াত অনুযায়ী আমি আমার স্ত্রীকে ফেরত নিতে পারব কি না। ফেরত নিতে পারলে কীভাবে নিতে পারবো? দয়া করে জানাবেন।

উত্তর :- প্রশ্নে বর্ণিত বর্ণনা অনুযায়ী আপনার স্ত্রীর উপর তিন তালাকে মুগাল্লাযা পতিত হয়ে গেছে। এখন যদি আপনি আপনার স্ত্রীকে পুনরায় বিবাহ করতে চান তাহলে আপনার স্ত্রী প্রথমে ইদ্দত পালন করবে। ইদ্দত শেষে আপনার স্ত্রী যদি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং দ্বিতীয় স্বামীর সাথে মিলনের পর দ্বিতীয় স্বামী যদি তালাক দেয়/ মারা যায় তাহলে আরো একটি ইদ্দত পালনের পর তাকে আপনি বিবাহ করতে পারবেন। এছাড়া বিকল্প কোনো পদ্ধতি নেই।

 

সুরা বাকারা- ৩০, সহীহ বুখারী, হাদীস- ৫৩১৭, হিদায়া- ২/৩৯৯-৪০০, রদ্দুল মুহতার- ৫/৪৩-৪৪।

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *