প্রশ্নঃ ফুটবল ও ক্রিকেট খেলা যাবে কি না?
উত্তরঃ এ খেলা শরীরের ব্যায়ামের উদ্দেশে খেললে জায়েয, যদি সতর খোলা না হয়, অতিরিক্ত সময় বা পয়সা নষ্ট না হয়, যদি নামায ইত্যাদি জরুরী কাজকর্ম ও ইবাদত নষ্ট না হয়। এ খেলাতেও টাকা-পয়সার হার জিত শর্ত থাকলে তা নিষিদ্ধ হয়ে যাবে। তবে উল্লেখ্য যে, যদি শুধু একদিক থেকে পুরস্কার নির্ধারণ করা হয়, যেমন যে ব্যক্তি অমুক কাজ করবে তাকে পুরস্কার দেয়া হবে আর এতে যদি চাঁদা নেয়া না হয় তাহলে তাতে কোন দোষ নেই।
ক্রিকেট খেলো জায়েয নয় কারণ, এতে শারীরিত ক্ষতি বা অঙ্গহানির আশংকা বিদ্যমান।
(দেখুনঃ আহকামে যিন্দেগী)
Leave Your Comments