উত্তর: – শরীয়তের মূলনীতির আলোকে তালাক দেয়ার হকদার হলেন স্বামী তবে স্বামী চাইলে এই অধিকার তার স্ত্রীকে দিতে পারে।
ফিকহ-ফতোয়ার দৃষ্টিতে স্বামীর বক্তব্য এবং তিনি যে ধরনের শব্দ প্রয়োগ করে তালাকের অধিকার অর্পণ করেছেন এসব দ্বারা বুঝা যায় স্ত্রী নিজের উপর যে তালাক দিয়েছেন তা একটি রজয়ী তালাক হয়েছে ।
যা তালাকের ইদ্দত চলাকালীন সময়ে তথা গর্ভবতী হলে সন্তান জন্ম দান অথবা গর্ভবতী না হলে তিন হায়েজ/পিরিয়ড পযর্ন্ত স্বামী চাইলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারে।
এবং ইদ্দত শেষ হওয়ার পর স্ত্রী চাইলে অন্যত্র বিবাহ করতে পারে। অথবা আগের স্বামীর সাথে নতুনভাবে মোহর ধার্য্য করে বিবাহ করতে পারে।
স্বামীর তিন তালাকের নিয়ত না থাকায় স্ত্রী তিন তালাক বললেও তা কার্যকর হবে না।
আল হিদায়াহ ১/২৩৭; আল ইখতিয়ার ৩/১৩৬ ; বাদাঈয়ুস সনাঈ ৩/১০৪; রদ্দুল মুহতার ৩/৩১৫।
Leave Your Comments