উত্তরঃ- শরিয়তের দৃষ্টিতে যেসব বস্তুর নাপাকী ধুয়ে দূর করতে হয় তা ধুয়ে পাক করতে হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে যেহেতু ম্যাট্রেসের মধ্যে পেশাব ইত্যাদী লাগলে ধুয়ে পাক করতে হয়, তাই ম্যাট্রেস ইত্যাদী ড্রাই ক্লিনের মাধ্যমে ধুয়ে নিলে পাক হয়ে যাবে।
-আন নাতফু ফিল ফাতাওয়াঃ- পৃঃ ২৫, ফাতাওয়া আলমগীরীঃ-১/৯৬, ফাতাওয়া মাহমুদীয়াঃ ৫/২৪৬, জাদীদ ফিকহী মাসায়েলঃ-১/৫৯,
Leave Your Comments