উত্তর:- শরীয়াতের মূলনীতি অনুযায়ী ব্যবসায়িক পন্য নেসাব পরিমাণ হয়ে যাকাতযোগ্য হলে বছরান্তে যাকাত ওয়াজিব হবে।
আর শেয়ার বাজারের ক্রয়-বিক্রয় সাধারণত: দুইভাবে হয়ে থাকে;
১- কেউ শেয়ার ক্রয় করে কোম্পানির অংশিদার হিসেবে,
২- আর কেউ শেয়ার ক্রয় করে বিক্রয়ের জন্য।
সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যদি কোম্পানি অংশিদার মূলক শেয়ার হয়, তাহলে উৎপাদিত লভ্যাংশের উপর যাকাত আসবে। আর যদি শেয়ার বিক্রয়ের জন্য হয়, তাহলে শেয়ারটাকে ব্যবসায়িক পন্য হিসাব করে সেই হিসেবে যাকাত আসবে।
-বাদায়েউস সানা‘য়ে- ২/৪২৬, ফাতাওয়া তাতারখানিয়া- ৩/১৬৩, আহসানুল ফাতাওয়া-৪/২৮৫.
Leave Your Comments