প্রশ্নঃ- বর্তমান সময়ের আহলে কিতাবী মহিলা যে নাস্তিকতায় বিশ্বাসী নয়, তাকে বিবাহ করা কি বৈধ হবে?

উত্তরঃ- কুরআন সুন্নাহর বর্ণনা অনুযায়ী আল্লাহ, রাসূল ও আসমানী কিতাবে বিশ্বাসী পরস্পর বৈবাহিক সম্পর্ক স্থাপন করা বৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বর্তমানে যদি প্রকৃত কোন আহলে কিতাব পাওয়া যায় তাহলে বিবাহ অবৈধ হবেনা। তবে নিজের ‍ধর্ম কর্ম নষ্ট হওয়ার যদি আশংকা থাকে তাহলে এমন মহিলা বা পুরুষকে বিবাহ না করা উচিৎ।

 

-ফাতহুল ক্বাদীরঃ-৩/২১৯, ফাতাওয়া আলমগীরীঃ-১/৩৪৭, ফাতাওয়া উসমানীঃ-২/৩৫৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *