প্রশ্নঃ-একজন যদি আরেকজনের পক্ষ থেকে উকিল হয়ে বিবাহ করতে চায় কিংবা বিবাহ দিতে চায়, তাহলে কি কোন শর্ত প্রযোজ্য? যদি কোন শর্ত প্রযোজ্য হয় তাহলে শর্তগুলো কি?

উত্তরঃ- শরিয়তের মুলনীতি অনুযায়ী ওকীল হওয়ার জন্য কিছু নির্ধারিত গুনাবলী রয়েছে যেমনঃ- প্রাপ্ত বয়স্ক ও জ্ঞানবান হওয়া। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে বিবাহের ওকীলের ক্ষেত্রেও নির্ধারিত গুনাবলী পাওয়া যাওয়া আবশ্যক।

 

-তাবয়ীনুল হাকায়ীকঃ-৫/২৪৪, আল বাহরুর রায়েকঃ-৭/২৪০, ফাতাওয়া হাক্কানিয়াঃ-৬/৩৫৮,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *