প্রশ্নঃ- আমি আমার স্ত্রিকে রাগ করে এক তালাক দুই তালাক তিন তালাক বলি। কিছুক্ষণ পর ঠান্ডা মাথায় চিন্তা করলাম, তখন আমার মাথায় আসল আমি একটা জঘন্য অপরাধ করেছি। তাই একটি সুন্দর ফায়সালা চাই; যাতে করে আবার আগের মত সংসার করতে পারি।

 উত্তরঃ- স্বামী কর্তৃক স্ত্রীকে স্বজ্ঞানে তালাক প্রদান করার দ্বারা তালাক পতিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু স্বামী তার স্ত্রীকে তিন তালাক প্রদান করেছে, তাই উক্ত স্ত্রীর উপর তিন তালাক পতিত হয়েছে। অতএব উভয়ের মাঝে বৈবাহিক সম্পর্ক নেই। ঘর-সংসার ইত্যাদী করা সম্পুর্ণ হারাম। প্রকাশ থাকে যে স্বামীর জন্য উক্ত তিন তালাক প্রাপ্তা স্ত্রীকে শরয়ী হালালা ব্যাতীত দ্বিতীয় বার গ্রহন করার আর কোন পথ নেই। শরয়ী হালালা হচ্ছে তিন হায়েজ পরিমান সময় ইদ্দত অতিবাহিত হওয়ার পর কোন প্রকার শর্ত ছাড়াই মহিলা অন্য পুরুষের সাথে বিবাহ বসবে। অতপর উভয়ের মধ্যে যৌন  মিলন হওয়ার পর দ্বিতীয় স্বামী তাকে স্বেচ্ছায় তালাক দিলে অথবা দ্বিতীয স্বামী মৃত্যুবরণ করলে পুনরায় ‍দ্বিতীয় স্বামীর ইদ্দত পালনের পর উভয়ে রাজি থাকলে বিবাহের সকল শর্ত সাপেক্ষে উক্ত স্ত্রীকে প্রথম স্বামী গ্রহন করতে পারে। উল্লেখিত সুরতে তাদের ঘর সংসার করার পথে আর কোন বাঁধা নেই।

 

-হিদায়াহঃ-২/৩৯৯, বাদায়েউস সানায়ে’-৪/৪৭৯, কিফায়াতুল মুফতীঃ- ৮/১২৫,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *