উত্তরঃ- বৈবাহিক সম্পর্ক স্থাপন হারাম এমন মহিলার সাথে নিজের স্ত্রীকে তুলনা করার দ্বারা যিহার সাব্যস্ত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে তালাক পতিত না হলেও যিহার সাব্যস্ত হবে।
রদ্দুল মুহতার আলা দু্ররিল মুখতারঃ-৫/১২৯, ফাতহুল ক্বদীরঃ-৪/২২৫,আপকে মাসায়েল আওর উনকা হলঃ-৬/৬৭০,
Leave Your Comments