উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী শর্তযুক্ত তালাক শর্ত পাওয়া যাওয়ার পর পতিত হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে যেহেতু মহিলার ছেলে সন্তান হয়নি তাই শর্ত মোতাবেক তার উপর এক তালাক পতিত হবে। রজায়াত করে পুনরায় সংসার করতে পারবে।
-হিদায়াঃ-১/৩৮৬, তাবয়ীনুল হাকায়ীকঃ-৩/১২৪, ফতোয়া দারুল উলুমঃ-১০/৯১,
Leave Your Comments