প্রশ্নঃ- জমি ব্যবসায় ক্রেতা-বিক্রেতার মাঝে মিডিয়া হয়ে কমিশন খাওয়া বৈধ হবে কিনা? এবং বৈধ না হলে বৈধতার কোন সুরত আছে কিনা?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী শ্রম দিয়ে পারিশ্রমিক গ্রহন করা বৈধ।

সুতরাং প্রশ্নে বর্ণিত ভূমি বিক্রিতে মধ্যস্থতা যোগকারী এজেন্ট কমিশন গ্রহন করতে সমস্যা নেই। তবে অবশ্যই পারিশ্রমিক নির্ধারিত থাকতে হবে।

 

-রদ্দুল মুহতার আলাদ-দুররিল মুখতারঃ-৬/৪৭, খুলাসাতুল ফাতাওয়াঃ-৩/১১৬, ফাতাওয়া মাহমুদীয়াঃ-১৬/৬১৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *