প্রশ্নঃ- বর্তমানে একটি পণ্যের সাথে আরেকটি পন্য ফ্রি দানের শর্তে ক্রয় বিক্রয় করা হয় তা কি বৈধ হচ্ছে?

উত্তরঃ- শরয়ী নীতি অনুযায়ী ক্রেতা বিক্রেতার সম্মতিতে নির্ধারিত পন্য ও মূল্যের পরস্পর মালিক হিসাবে সাব্যস্ত হন।

সুতরাং প্রশ্নে বর্ণিত পন্যের সাথে প্রদত্ত ফ্রী বস্তুও পন্য হিসাবে ধর্তব্য হবে। তাই পন্য ফেরৎ কালীন ফ্রীতে পা ওয়া বস্তুও ফেরৎ দিতে হব।

 

-আল হিদায়াঃ-৩/৭৫, আল বাহরুর রায়েকঃ-৬/২০০, ফাতাওয়া মাহমুদীয়াহ্ঃ-১৬/১৬২,

 

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *