প্রশ্নঃ- যদি কোন ব্যাক্তি মক্কা শরিফে কোন জিনিস যেমনঃ- টাকা,ধান ইত্যাদী দেওয়ার মান্নত করে তাহলে মান্নত হবে কি?

উত্তরঃ- মান্নত সহিহ হওয়ার জন্য শর্ত হল; সংশ্লিষ্ট বিষয়টি ইবাদাতে মাকসুদা হওয়া। আল্লাহর জন্য হওয়া।

সুহরাং মক্কায় দান করার ‍বিষয়টি যেহেতু উপরোক্ত শর্তের সাথে মিলেনা, তাই তা মান্নতই হবেনা।

 

বাদায়োউস সানায়েঃ-৬/৩২৪-৩৫০, ফাতাওয়া সিরাজিয়াহঃ-২৭০, আল ফাতাওয়া আলা মাজাহিবিল আরবায়াঃ-২/১১৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *