প্রশ্নঃ- প্রত্নতাত্ত্বিক গবেষণায় প্রাপ্ত সম্পদ দেশীয় আইন উপেক্ষা করে পাচার করলে তা কি চুরি হবে?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী সংরক্ষিত বস্তু মালিকের অগোচরে নেয়াটা চুরির অন্তর্ভুক্ত।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে দেশীয় আইন ফাকি দিয়ে প্রত্নতাত্ত্বিক সম্পদ পাচার করলে তা চুরির অন্তর্ভুক্ত হবে।

 

– রদ্দুল মুহতার আলা দুররিল মুখতারঃ-৪/৮৪, ফাতাওয়া তাতারখানিয়াঃ-৬/৪২৭, ফাতহুল ক্বদীরঃ-৫/৩৩৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *