প্রশ্ন : কোনো এক ঘটনাকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক জন কোনো একটি বিষয়কে অস্বীকার করছিলো, কিন্তু অন্যরা তা বিশ্বাস করছিলো না। অবশেষে সবাই তাকে বাধ্য করলো যেন সে এভাবে বলে আমি যদি কাজটি করে থাকি তাহলে আমার বউ তালাক। উল্লেখ্য যে সে এখনো বিয়ে করেনি। জানতে চাই পরবর্তীকালে সে বিয়ে করলে সে বউ এই কথার কারণে তালাক হয়ে যাবে কিনা?
উত্তর : বিয়ের আগে তালাক প্রদান করা অর্থহীন। হ্যাঁ, যদি বিয়ের শর্ত জুড়ে দিয়ে তালাক প্রদান করে, তাহলে সেটি কার্যকর হবে। যেমন সে বললো, আমি যদি বিয়ে করি, অথবা বললো আমি যদি অমুককে বিয়ে করি তাহলে সে তালাক। এভাবে ‘যদি’ সহকারে বললে বিয়ের সাথে সাথে তালাক পতিত হয়ে যাবে। [আদ্দুররুল মুখতার : ৩/৩৪৪; আলবাহরুররায়েক :৪/৫; আলফাতাওয়াল হিন্দিয়া : ১/৪২০; ফাতাওয়া মাহমুদিয়া : ১৩/১০৭]
Leave Your Comments