প্রশ্নঃ- যৌথ পরিবারের কোন বালেগ ছেলে পিতার সম্পদ থেকে চুরি করলে তার উপর হদ আসবে কিনা?

উত্তরঃ- শরয়ী নীতিমালা অনুযায়ী চোরের উপর হদ আসার জন্য চোর নিকটাত্মীয় না হতে হবে।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ছেলে বাবার সম্পদ চুরি করলে হদ আবশ্যক হবে না।

 

-তাবয়ীনুল হাকায়ীকঃ-৪/৩৭, ফাতাওয়া আলমগীরীঃ-২/১৯৭,আল বাবু ফি শরহিল কিতাবঃ-২০১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *