উত্তরঃ- শরয়ী নীতি অনুযায়ী যেসব অপরাধের শাস্তি নির্ধারিত নেই, সেসব অপরাধের ক্ষেত্রে তা’যীর আসে।
সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে পরনারীর সাথে যেনা ব্যাতীত অন্য কোন অপরাধের শ্বাস্তি নেই। তাই অবস্থা বিবেচনা করে যে কোন শাস্তি প্রয়োগ করা যেতে পারে।
-আল ফিকহুল ইসলামীঃ-৫/৭৩৬, দুররুল মুখতার আলা রদ্দিল মুহতারঃ- ৬/১০৭, ফাতাওয়া তাতারখানিয়াঃ-৬/৪০৬,
Leave Your Comments