প্রশ্ন:- মসজিদের জন্য টাকা উঠানো হয়, তখন হালাল-হারাম উভয় ধরণের সম্পদ হস্তগত হয়। এমতবস্থায় হারাম মাল মসজিদে ওয়াকফ করা যাবে কি না?

উত্তর:- কোন মাল হারাম হওয়া নিশ্চিতভাবে জানা থাকলে মসজিদের কাজে তা ব্যবহার করা জায়েয নেই।

সুতরাং প্রশ্নেবর্ণিত সূরতে যদি হারাম মাল নিশ্চিত করা যায় এবং তা আলাদা করা যায়, তাহলে তা মসজিদের কাজে লাগানো যাবে না। আর যদি নিশ্চিত না হয় বা আলাদা করা না যায়, তাহলে তা অপারগতা বলে গণ্য হবে। এবং ব্যবহার করার অনুমতি আছে।

-তিরমিযী- ২৭৯৯, আল ফিকহুল হানাফী- ২/৩৬৩.

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *