উত্তরঃ- কোরআন হাদীস দ্বারা রাসূল সঃ মানুষ হওয়া প্রমানিত।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি কাফের হবে না। তবে হেয় প্রতিপন্ন করা বা অবহেলা অবজ্ঞা করার উদ্দেশ্যে হলে গুনাহগার হবে।
কারণ সৃষ্টিগত দিক বিবেচনায় আমাদের মত রক্ত মাংসের মানুষ হলেও তার মর্যাদা অনেক উর্দ্ধে। তার যথাযথ সম্মান দেয়া ঈমানের অংশ।
-কুরআন শরীফ;
সূরা কাহ্ফ; আয়াত নং-১১০, সুরা ফুরকান; আয়াতঃ-৭, সুরা আলে ইমরান; আয়াতঃ-১৬৪, সুনানে তিরমিজী;২/২০১,
Leave Your Comments