প্রশ্নঃ-কোন নব মুসলিম ভয়ে রোজা রাখে নাই তাহলে তার উপর কাযা কাফ্ফারা উভয়টা ওয়াজিব হবে কি?

উত্তরঃ- ভয়ের কারণে রোজা না রাখলে কাযা ওয়াজিব হয়, কাফ্ফারা নয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি শুধু কাযা করবে, কাফ্ফারা দেওয়ার প্রয়োজন নেই।

 

-ফাতাওয়া কাযীখানঃ- ১/১২৬, মাজমাউল আনহারঃ- ১/৩৬৯, ফাতাওয়া হাক্কানিয়াঃ- ৪/১৮৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *