প্রশ্নঃ- মুহতারাম! আমার জানার বিষয় হলো ,যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে এক তালাকে বায়েন দেয় তাহলে দ্বিতীয় বার বিবাহ করতে পারবে কি না?

উত্তরঃ- স্বামী তার স্ত্রীকে এক তালাকে বায়েন দেওয়ার পর হালালা করা ব্যতিত পুনরায় বিবাহ করা বৈধ ,সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে ২য় বার বিবাহ করতে পারবে।

 

-আল ফিকহুল হানাফী ফী সাওবিহিল জাদীদঃ- ২/১৭১, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ২/২৪১, ফাতাওয়া দারুল উলুম দেওবন্দঃ- ৯/৩৮১,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *