উত্তরঃ- লেনদেনের বিশুদ্ধ হওয়ার জন্য শরীয়াহ কর্তৃক নির্ধারিত কিছু নিয়মনিতি আছে। এ নিয়মনীতির অধীনে যে কোন পদ্ধতিতে লেনদেন করা জায়েয।
সুতরাং প্রশ্নে বর্ণিত অনলাইন শপিং এর ক্ষেত্রেও শরিয়াহ নির্ধারিত নিয়ম মানা হলে তা বৈধ। চুক্তি অনুযায়ী মাল না পেলে তা ফেরৎ দেওয়ার অবকাশ রয়েছে।
– মাজমাউল আনহারঃ- ৩/৫৯, আল হিদায়াহঃ- ৩/৪০, জাদীদ ফিকহী মাসায়েলঃ-১/২৫৯,
Leave Your Comments