প্রশ্নঃ- আমাদের দেশে প্রচলিত এনজিও যেমন-প্রশিকা, ব্র্যাক, গ্রামীন ইত্যাদী। তারা দেশের বিভিন্ন জায়গায় জমি ক্রয় করে তাদের অফিস গড়ে তোলে, এবং তাদের কর্মকান্ড পরিচালনা করে। এ সকল এনজিওর নিকট জমি বিক্রয় করা জায়েয হবে কি?

উত্তরঃ- আমাদের দেশে প্রচলিত এনজিও ( প্রশিকা, আশা, ব্র‌্যাক, গ্রামীন ব্যাংক ইত্যাদি ) -রা দারিদ্র বিমোচন ও জনসেবার নামে ইসলাম ও মুসলমানদের ঈমান বিনষ্ট করার অবিরাম সংগ্রাম চালিয়ে যাচ্ছে।

তাই তাদের কোন প্রকারের সমর্থন-সহযোগীতা করা গুনাহের কাজে সহযোগিতা করারই নামান্তর।

সুতরাং বর্ণিত সুরতে এদের নিকট জমি বিক্রি করা শরিয়ত সম্মত নয়।

 

-আল কুরআন;সুরা মায়িদা- আয়াতঃ-২, মাবসুতুস সারাখসীঃ-১৬/৩৮,  ফাতাওয়ায়ে রশীদিয়াহঃ- ৫১২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *