প্রশ্নঃ- লোন না নিয়ে শিল্প কারখানা করলে অতিমাত্রায় ট্যাক্স দিতে হয়। এমতাবস্থায় করণীয় কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে সুদী লেনদেন সম্পূর্ণ হারাম।

সুতরাং ট্যাক্স থেকে বাচার জন্য সুদী লেনদেন করা বৈধ হবেনা।

 

-রদ্দুল মুহতারঃ-৫/১৬৬, আল আশবাহু ওয়ান নাজায়েরঃ-২৬৮, জাদীদ ফিকহী মাসায়েলঃ- ৪/৫৪-৫৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *