প্রশ্নঃ- মাটির নিচে লুকিয়ে থাকা টাকা-পয়সা পেলে তার হুকুম কি?

উত্তরঃ- মাটির নিচে লুকিয়ে থাকা টাকা-পয়সা স্বর্ণ  ইত্যাদি রিকাজ বা মাদিনের অন্তর্ভূক্ত।

আর রিকাজ বা মাদিনের এক-পঞ্চমাংশ রাস্ট্রীয় কোষাগারে দিতে হয়।

সুতরাং প্রশ্নে বর্ণিত সুরতে এক-পঞ্চমাংশ রাস্ট্রীয় কোষাগারে দিতে হবে।

 

– আল হিদায়াহঃ-১/১৯৯, নাসবুর রায়াহঃ-২/৩৯৩, আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ- ১/৩২০, ‍ৃ

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *