উত্তরঃ- মৌলিকভাবে জিহাদ নারী পুরুষ উভয়ের উপরই ফরজ। তবে আদায় করা পুরুষের উপর ফরজ। মহিলারা অনুগত হিসেবে যেতে পারে।
তাই তারা জিহাদে অংশগ্রহন করবে না। হ্যাঁ! চাইলে স্বামীর অনুমতিতে পারবে। কিন্তু জিহাদ ফরজে আইন হওয়ার সময় নারীদের উপরও ফরজ। তখন তারা স্বামীর অনুমতি ব্যাতিতই অংশগ্রহন করবে।
-আদ দুররুল মুখতারঃ- ৪/১২৪-১২৫, আল ফিকহুল ইসলামীঃ- ৩/৭১৪, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ-২/২০৫-২০৬,
Leave Your Comments