প্রশ্নঃ- ওয়াকফের জিনিস পরিবর্তনের হুকুম কি?

উত্তরঃ- শরয়ী দৃষ্টিতে ওয়াকফকৃত সম্পত্তি পরিবর্তন করার অনুমতি নেই।

সুতরাং বর্নিত সুরতে পরিবর্তন করা যাবে না। তবে ওয়াকফনামায় পরিবর্তনের কথা উল্লেখ থাকলে বা ওয়াকফকৃত জিনিস ব্যাবহার অযোগ্য হলে ভিন্ন কথা।

 

-রদ্দুল মুহতারঃ-৪/৩৮৪, আল বাহরুর রায়েকঃ- ৫/৩৪৫, জামিউল ফাতাওয়াঃ- ৭/৮৩,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *