প্রশ্নঃ- আমাদের মহল্লায় একটি নতুন মসজিদ নির্মিত হচ্ছে। আমি তাতে কিছু পাখা ওয়াকফ করতে চাচ্ছি। এখন জানার বিষয় হলো পাখা ইত্যাদি ওয়াকফ করা যাবে কি?

উত্তরঃ- বিশুদ্ধ মতানুযায়ী স্থাবর ও অস্থাবর সকল বস্তু ওয়াকফ করা বৈধ।

সুতরাং বর্ণিত সুরতে মসজিদে পাখা ওয়াকফ করা যাবে।

 

-আল ফিকহুল হানাফী ওয়া আদিল্লাতুহুঃ-৩/১৫৮, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ-২/৩৬৯, ফাতাওয়ায়ে মাহমুদিয়াঃ-১৪/২৬৯,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *