প্রশ্নঃ- মসজিদের বিদ্যুৎ মাদরাসায় ব্যাবহার করতে পারবে কি না?

উত্তরঃ- মসজিদের বিদ্যুৎ মসজিদের জন্যই নির্দৃষ্ট, মাদরাসার জন্য তা ব্যাবহার করা বৈধ হবে না।

সুতরাং বর্ণিত সুরতে মসজিদের বিদ্যুৎ মাদরাসার ব্যাবহার করতে পারবে না। ( তবে মসজিদ মাদরাসা এক ও অভিন্ন হলে এবং দাতাগন দানের সময় মসজিদ-মাদরাসাকে কোনরূপ পার্থক্য না করলে, মসজিদের বিদ্যুৎ মাদরাসায় ব্যাবহার করতে পারবে )।

 

-দুররুল মুখতারঃ-৪/৪৩৩, ফাতাওয়ায়ে আলমগীরীঃ- ২/৪৬২,  আহসানুল ফাতাওয়াঃ- ৬/৪৪৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *