উত্তরঃ- তাকদীর বা লওহে মাহফুজে বান্দার ভবিষ্যৎ কর্ম লিপিবদ্ধ থাকার অর্থ হলো বান্দার ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ তায়ালার এলেমের বহিঃপ্রকাশ। এমনটি নয় যে লিখা থাকার কারণে বান্দা উক্ত কাজ করতে বাধ্য। বরং সে তার পূর্ণ স্বাধীনতা অনুযায়ী তার কর্ম সম্পাদন করবে।
বিষয়টি এভাবে বুঝতে পারেন যে, একজন শিক্ষক তার আনুমানিক ধারণা অনুযায়ী ছাত্রদের মধ্যে কে কে প্রথম স্তর পেয়ে পাশ করবে, আর কারা দ্বিতীয় স্তর পেয়ে পাশ করবে। এমর্মে একটি কাগজে লিখে দিলেন। অতঃপর দেখা গেল বাস্তবেই এমনটি ঘটল।
এখন একথা বলা হবে না যে শিক্ষক তাদের ব্যাপারে এভাবে লিখেছেন বলেই তারা এমন ফলাফল করেছে। বরং ছাত্ররা নিজ নিজ কর্মগুনেই এমন ফলাফল করেছে। শিক্ষক শুধু তাদের অবস্থা সম্পর্কে জ্ঞাত ছিলেন বলেই তার ধারণা অনুযায়ী এভাবে লিখে দিয়েছিলেন । অথচ আল্লাহ তায়ালা ধারণা অনুযায়ী নয়, বরং বান্দার সবকিছু পূর্ব-অবগত। তিনি আলিমুল গাইব। তিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সব জানেন। তিনি তার সেই এলেমের ভিত্তিতে বান্দা কী কী করবে তা তাকদীরে লিখে রেখেছেন। অতঃপর বান্দা তার নিজের ইচ্ছেতে কর্ম সম্পাদন করবে। এমনটি নয় যে, তাকদীরে লিখা আছে বলেই সে তা করতে বাধ্য।
সুতরাং বান্দা ভালো করলে ভালো আর খারাপ করলে খারাপ পরিণাম ভোগ করবে।
– শরহুল আকায়েদ আন নাসাফীঃ- ৭৯, বয়ানুল ফাওয়ায়েদ ফি হল্লে শরহিল আকায়েদঃ- ২/৪০, কিফায়াতুল মুফতীঃ- ১/১২৬,
Leave Your Comments