উত্তরঃ- পানির হাউজ বা ট্যাংকিতে প্রাপ্ত মৃত প্রাণী ফুলে ফেটে না গেলে এবং তার পতিত হওয়ায় সময় জানা না থাকলে এক দিন এক রাত, ফুলে ফেটে গেলে তিন দিন তিন রাত নাপাক ধরা হয়। সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ঈদুরটি যদি ফুলে-ফেটে না যায় তাহলে এক দিন এক রাত, অন্যথায় তিন দিন তিন রাতের নামাজ কাজা করতে হবে।
-আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ১/৪১৭-৪১৮, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/৭৩,
আপকে মাসায়েল আওর উনকা হলঃ- ৩/১০১,
Leave Your Comments