উত্তরঃ- পাগল ব্যাক্তি রমজান মাসে এক মুহূর্তের জন্যে সুস্থ হলেও তার উপর পূর্ণ রমযানের রোজা ফরজ হবে।
সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তি সুস্থ হওয়ার পর থেকে রোজা রাখা শুরু করবে। আর ছুটে যাওয়া রোজার কাযা আদায় করবে।
– আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ- ৩/৩৮৫, ফাতহুল কাদীরঃ- ২/৩০৭, ফাতাওয়ায়ে কাযীখানঃ- ১/১২৫, বেহেশতী যেওয়ারঃ- ৩/২০২,
Leave Your Comments