প্রশ্নঃ- এক ব্যাক্তি পনের বছর আগে স্ট্রোক করে ফলে ডাঃ তাকে রোজা রাখতে নিষেধ করেন। অতএব সে এখনও রোজা রাখেনা, এবং ফিদিয়া দেয়। আর সে এখন মোটামোটি সুস্থ। অন্য লোকের মত তাকে চলতে ফিরতে দেখা যায়। জানার বিষয় হলো তার এভাবে রোযা ছেড়ে দেওয়া ও ফিদিয়া দেয়া সহীহ হবে কি না?

উত্তরঃ- অসুস্থতা বা অসুস্থতা বৃদ্ধির আশংকার কারণে রোজা না  রাখার অনুমতি আছে।

সুতরাং প্রশ্নে বর্ণিত ব্যাক্তির যদি দ্বীনদার বিশেষজ্ঞ ডাক্তারের মতানুসারে রোজা রাখার কারণে পুনরায় স্ট্রোক করার সম্ভাবনা থাবে তাহলে রোজা না রাখার অনুমতি আছে। অন্যথায় নয়।

 

– রদ্দুল মুহতারঃ- ৩/৪৬৩, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ- ৩/৪০৪, ফাতাওয়ায়ে রহীমিয়াহঃ- ৭/২৭০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *