প্রশ্নঃ- কোন মহিলা রোজা অবস্থায় তার লজ্জাস্থানে ঔষধ লাগানোর শরয়ী বিধান কি?

উত্তরঃ- পাকস্থলিতে খাদ্য কিংবা ঔষধ প্রবেশ করা রোজা ভঙ্গের কারণ।

সুতরাং মহিলাদের লজ্জাস্থানের ভিতরে ঔষধ দিলে তা পাকস্থলিতে প্রবেশ করার কারণে রোজা ভেঙ্গে যাবে।

 

– রদ্দুল মুহতারঃ-২/৩৯৯, ফাতাওয়ায়ে তাতারখানিয়াঃ- ৩/৩৭৮, আহসানুল ফাতাওয়াঃ- ৪/৪৩৮,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *