প্রশ্নঃ-মহর নির্ধারণের ক্ষেত্রে সুন্নত নিয়ম কি? ও মহরে ফাতেমীর পরিমান কত?

উত্তরঃ- জীবনে সকল ক্ষেত্রে রাসূল সাঃ এর জীবন-চরিত মুসলমানের জন্য একমাত্র আদর্শ।

তাই মহর নির্ধারণের ক্ষেত্রে সুন্নত হলো নবী সাঃ এর স্ত্রীগন ও তাঁর কন্যাদের মহর। যেটি মহরে ফাতেমী হিসাবে সুপরিচিত।

আর মহরে ফাতেমীর পরিমান হলো ১৩১ তোলা ৩ মাশা রুপা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১,৩৮,৬০০ ( এক লক্ষ আটত্রিশ হাজার ) টাকা।

 

-মিশকাতুল মাসাবীহঃ- ২/২৭৭, তাবয়ীনুল হাকায়ীকঃ- ২/৫৩২, ফাতাওয়ায়ে হাক্কানীয়াঃ- ৪/৩৫৬,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *