প্রশ্নঃ- কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি বিনা তালাকে তালাক, তাহলে কত তালাক পতিত হবে?

উত্তরঃ- তালাকের শব্দযোগে তালাক প্রদানের ক্ষেত্রে যতবার তালাক বলা হয়, ততবার তালাক পতিত হয়।

সুতরাং প্রশ্নোক্ত বর্ণনার “বিনা তালাকে তালাক” শব্দের মাধ্যমে এক তালাক রেজয়ী পতিত হবে।

 

– আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ-৩/২৪৭, ফাতাওয়ায়ে হিন্দিয়াঃ- ১/৪৩৭, আল বাহরুর রায়েকঃ- ৩/৪৩৭,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *