উত্তরঃ- শতকরা আনুপাতিক হার নির্ধারণ পূর্বক শরীকি তথা যৌথ ব্যাবসা বৈধ ।
সুনিদৃষ্ট টাকা উল্লেখ নিষেধ।
সুতরাং প্রশ্নে বর্ণিত সূরতে ৪০০ টাকা নির্ধারণ করায় এ চুক্তি গ্রহনযোগ্য না।
-আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৫/৭১, আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দির মুহতারঃ- ৫/৬৪৮, ফাতাওয়ায়ে উসমানীঃ- ৩/৭২,
Leave Your Comments