প্রশ্নঃ- মুসলিম সংখ্যাগরিষ্ঠ গণতান্ত্রিক রাস্ট্রে রাস্ট্র কর্তৃক শরয়ী হদ কায়েম করা যাবে কি না?

উত্তরঃ- হদ তথা দন্ডবিধি প্রয়োগ ও বাস্তবায়নের দায়ীত্ব রাস্ট্রের।

সুতরাং মুসলমানের দেশে রাস্ট্র কর্তৃক হদ কায়েম করা যাবে।

 

– আল ফিকহুর হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ৩/২৪৬, ইসলাম আওর সিয়াসী নাজরিয়াতঃ- ২৭২,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *