প্রশ্নঃ- জানার বিষয় হলো ওয়াকফকৃত নলকূপ থেকে ওয়াকফকারী ব্যাক্তি পানি ব্যাবহার করতে পারবে কি না?

উত্তরঃ- ওয়াকফকৃত বস্তু থেকে দুই অবস্থায় ফায়দা গ্রহন বৈধ। ১/ ওয়াকফ করার সময় ফায়দা গ্রহনের শর্ত করলে।

২/ ওয়াকফ করার পর ওয়াকফকৃত বস্তুর প্রতি মুখাপেক্ষী হলে।

সুতরাং প্রশ্নোক্ত ব্যাক্তি নলকূপ ব্যাবহারের শর্ত করলে বা তার প্রতি মুখাপেক্ষী হলে তা ব্যাবহার করতে পারবে।

 

– আদ দুররুল মুখতার বিহামিশি রদ্দিল মুহতারঃ-  ৪/৩৮৪, আল ফিকহুল হানাফী ফি সাওবিহিল জাদীদঃ- ২/৩৬৭, ইমদাদুল ফাতাওয়াঃ- ২/৫৬০,

Leave Your Comments

Your email address will not be published. Required fields are marked *